প্রকাশিত: Tue, Apr 16, 2024 10:31 AM
আপডেট: Fri, Jul 11, 2025 8:14 PM

[১] শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস

এম এম লিংকন:[২]এদিন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি রয়েছে। 

[৩] সোমবার ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানান।

[৪] শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানি দিন ধার্য করে আদালত। সেদিন শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

[৫] তার আগে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি।

[৬] চলতি বছরের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। সম্পাদনা : কামরুজ্জামান